ল্যান্ডিং পেইজ কি? কেন ল্যান্ডিং পেইজ ব্যবহার করবেন? ল্যান্ডিং পেইজ কি? মার্কেটিং এর ভাষায় ল্যান্ডিং পেইজ বলতে ওয়েবসাইটের একটি বিশেষ পেজকে বোঝায় যেখানে অ্যাডসের মাধ্যমে কোন নির্দিষ্ট পণ্য বা সেবা অফার করা হয়। ল্যান্ডিং পেজ বানানো হয় মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন পরিচালনার উদ্দেশ্যে। অ্যাডে ক্লিক করার পর পরিদর্শক ১ম এই পেজ এ ল্যান্ডিং করার সাহায্যে ওয়েবসাইট ব্রাউজিং করা আরম্ভ করে বলে একে ল্যান্ডিং পেজ বলে। অর্থাৎ গুগল, বিং, ইউটিউব তার সাথে এফবি বা অন্য কোন অ্যাডভারটাইজমেন্ট হতে ভিজিটরদের লিড সংগ্রহ করার জন্য যে পেইজ প্রস্তুত করা হয় বা যে পেইজে ‘অ্যাড’ এর মাধ্যমে ভিজিটরদের ল্যান্ড করানো হয় তাকেই ল্যান্ডিং পেইজ বলে। অনেকে এই ল্যান্ডিং পেইজকে বিভিন্ন নামে চিনে থাকেন যেমন- লিড ক্যাপচার পেইজ, সিঙ্গেল প্রোপার্টি পেইজ, স্ট্যাটিং পেইজ তার সাথে ডেসটিনেশন পেইজ। এই তো গেলো প্রাতিষ্ঠানিক সংজ্ঞা। যারা আরো ডিটেইলস জানতে আগ্রহী বা এখনো সংজ্ঞা থেকে অনেক ভালো অনুমান নিতে পারেন নি তাদের সবাইকে নিচের অংশটুকু পড়ার আবদার রইলো। ল্যান্ডিং পেইজ অনেকটা ওয়েব পেইজের মত। এটি ওয়েব সাইটেরই ১টি অংশ। কিন্তু ওয়েব পেইজ এবং ল্যান্ডিং পেইজের ভিতরে তফাৎ রয়েছে। সেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করেছি। ল্যান্ডিং পেইজ ডিজাইন করা হয় সুনির্দিষ্ট কোন বিষয়বস্তু কে টার্গেট করে। এটা ডিজাইনের ও বিভিন্ন রকম লক্ষ্য রয়েছে। এই ল্যান্ডিং পেইজ গুলোর সেরা লক্ষ্য থাকে কনভার্সন রেট বাড়ানোর এবং ওয়েব ওয়েবসাইটের সেলস বাড়ানোর। সঙ্গে বোনাস হিসেবে আরো পাবে ‘লিড/কাস্টমারের ডাটা’ যা পরবর্তীতে টার্গেটেড অডিয়েন্সে পরিনত হয়। সুনির্দিষ্ট কোনো পন্যের প্রচার এর জন্য যে পেইজ তৈরি করা হয় তাকে বলা হয়ে থাকে ল্যান্ডিং পেইজ। কনভার্সন রেট যারা কনভার্সন রেট নিয়ে কতিপয় জানেন না তাদের উদ্দেশ্য বলছি- কনভার্সন রেট হচ্ছে ওয়েব ওয়েবসাইটের মোট ভিজিটরের তুলনায় ক্রেতার সংখ্যা। মনে করুন আপনার ওয়েব ওয়েবসাইটে টোটাল ভিজিটর হলো ১০০ জন। এর ভিতরে আপনার ওয়েব সাইট থেকে পন্য কিনেছে এই ১০০ জনের ২০ জন। সেই সময় আপনার ওয়েব ওয়েবসাইটের কনভার্সন রেট হবে ২০%। কেন ল্যান্ডিং পেইজ প্রয়োগ করবেন? ল্যান্ডিং পেইজের বিভিন্ন রকম অ্যাডভান্টেজ রয়েছে যেখানে ল্যন্ডিং পেইজ আপনার ওয়েব ওয়েবসাইটের কনভার্সন রেট বাড়াতে তার সাথে সিপিএ কমাতে সহায়তা করে। এই ল্যান্ডিং পেইজের উত্তম লক্ষ্য থাকে কোন ১টি সুনির্দিষ্ট প্রোডাক্টের প্রমোশনাল মার্কেটিং। এটি সবচেয়ে কার্যকর, যখন আপনি আপনার একটি নির্দিষ্ট প্রোডাক্ট কেন্দ্র করে মার্কেটিং ক্যাম্পেইন রান করতে চান। ধরুন, কোনো একটি নিদিষ্ট পন্যের উপর ছাড় দেওয়ার জন্য চান। তখন আপনি এই ল্যান্ডিং পেইজ প্রস্তুত করার জন্য পারেন। এক্ষেত্রে রেজাল্ট যেটি দাঁড়াবে সেটা হচ্ছে, একে তো আপনার ঐ নির্দিষ্ট পন্যের বিক্রি বাড়বে অপর দিকে আপনার হেতু ওয়েব ওয়েবসাইটের পরিদর্শক বাড়বে। মানুষজন একটি পন্য কিনতে আসলে অন্য আরেকটি পন্যে কিনতে পারার সম্ভাবনা থাকবে। ফলে ল্যান্ডিং পেইজ নানারকম রকম উপকারে আসে। ল্যান্ডিং পেইজ কনভার্সন রেট বৃদ্ধি করে ল্যান্ডিং পেইজ আপনার ওয়েবসাইটের কনভার্সন রেট বাড়তে সহায়তা করে থাকে। এই ল্যান্ডিং পেইজের সাহায্যে স্পেসিফিক কিছু প্রোডাক্টের অফার এর মার্কেটিং করা যায়। প্রচুর সময় নোটিশ যায় অবিরাম ওয়েব সাইটের প্রচার করলে অত বহু কার্যকর ফল আসে না যতটা এই ল্যান্ডিং পেইজের সাহায্যে প্রচার করার ফলে আসে। একারণে সকল মার্কেটাররা এই ল্যান্ডিং পেইজ কে লাইক করে থাকেন তাদের স্পেসিফিক মার্কেটিং এর জন্য। বলছিলাম ল্যান্ডিং পেইজের কনভার্সন রেট বৃদ্ধির কথা। ফলে নির্দিষ্ট একটি পেইজের মাধ্যমে ওয়েবসাইটের বেচাকেনা বাড়িয়ে তোলা যায় তার সাথে ওয়েবসাইটের পরিদর্শক বাড়ানো যায়। পরবর্তীতে আদার্স পণ্যের দিকে কাস্টমারকে ঝোঁক ও করা সম্ভব। রিজন যখন একটি কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসবে তখন সে আপনার ওয়েব সাইটে কি কি রয়েছে তা সম্পর্কে ভালো একটা আন্দাজ নিয়ে যাবে। ফলে পরবর্তীতে সে আপনার রেগুলার কাস্টমারে রূপান্তর হবে। অডিয়েন্স সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার জন্য পারে ল্যান্ডিং পেইজ মডার্ন মার্কেটারদের নিকট অত্যন্ত জনপ্রিয় হওয়ার উৎকৃষ্ট কারণ এই তথ্য কালেক্ট করা। যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে লিড জেনারেশন। এই লিড জেনারেট করার জন্য সবচেয়ে বহু কার্যকরী পদ্ধতি হচ্ছে ল্যান্ডিং পেইজ তৈরি করা। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাস্টমারের আগ্রহের বিষয় নিয়ে ফুলফিল আন্দাজ নেওয়া যায়। এই ল্যান্ডিং পেইজের সাহায্যে অডিয়েন্স এর অনেক রকম ইনফরমেশন সংগ্রহ করা যায়। তাদের আগ্রহের বিষয় হতে শুরু করে তাদের ক্লিকের প্রকার পর্যন্ত সব রকম ইনফরমেশন সংগ্রহ করা যায়। যা পরবর্তীতে ‘টার্গেটেড মার্কেটিং’ করার জন্য বেশ সহায়তা করা থাকে। বর্তমানে বিশ্ব ডাটার উপর অবলম্বন করে আছে। যার নিকট যত বেশি ডাটা আছে, সে ততখানি উন্নত করার জন্য পারবে। ২০১৬ সালে এই ডাটা কেমন করে পৃথিবী রাজনীতির দিক পরিবর্তন করে দিয়েছিলো তা সকলের কম বেশি জানা। এই ডাটা গুলো পরবর্তীতে কাস্টমার গুলোকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য পারে। এজন্য অডিয়েন্সকে বুঝতে হলে ল্যান্ডিং পেইজ থেকে পারে ১টি মোক্ষম হাতিয়ার। ই-মেইল সাবস্ক্রাইবার লিস্ট বাড়াতে পারে ল্যান্ডিং পেইজের সবচেয়ে অধিক দামি রেজাল্ট হচ্ছে এই অংশটি, অর্থাৎ আমরা যদি সাকিবের কাছে ফিরে যাই তাহলে বিষয়টি নিয়ে আরো অনেক ভালো ধারণা রাখতে পারবো। আমরা প্রথমে দেখেছিলাম সাকিব স্কিল শেয়ার ওয়েব সাইটের কন্টেন্ট যখন দেখতে গিয়েছিলো তখন তাকে ইমেইলের মাধ্যমে সাইন আপ করার জন্য হয়েছিল। ফলে স্কিল শেয়ার সাকিবের এই ইমেইল টি পেয়ে গিয়েছিলো চিরদিনের জন্য। এই ইমেইলের মাধ্যমে স্কিল শেয়ার সংস্থা সাকিব কে একটি সুনির্দিষ্ট কাস্টমারে পরিণত করে নিয়েছে। অর্থাৎ এর পরবর্তীতে যত বার সাকিবকে তাদের পণ্যের অ্যাডভারটাইজমেন্ট দেওয়ার জন্য হবে, তত বার তারা বিনামূল্যে সাকিবের কাছে পৌছাতে পারবে শুধুমাত্র সাকিবের ইমেইল একাউন্ট তাদের ডাটাবেজে থাকার কারনে। তাদের পরবর্তী যখন কোন ক্যাম্পেইন চলবে সেই সময় তারা সাকিবের নিকট পোছাতে পারবে কোন রকম প্রচার ছাড়াই শুধুমাত্র মাত্র ১টি ইমেইল সেন্ড করে দিয়ে। আর বর্তমান সময়ে সবচেয়ে কার্যকরী ক্যাম্পেইন হলো ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে সবচেয়ে অধিক সংখ্যক কাস্টমারের নিকট রিচ করা যায়। আমাদের এই আর্টিকেলে আমরা দেখেছি যুক্তরাষ্টে ৯০% এর ও বহু মানুষ ইমেইল এ এক্টিভ থাকে। তাই সম্প্রতি একটি কাস্টমারের ই-মেইলের মূল্য পর্যাপ্ত বেশি। ফিউচারে এটা আরো প্রচুর অধিক বৃদ্ধি পাবে। তাই যত বহু ইমেইল সংগ্রহ করে নেয়া যায়, তা ভবিষ্যতের জন্য একটি পুজি হয়ে থাকবে। আর ল্যান্ডিং পেইজ আপনাকে ইমেইল তালিকা বাড়াতে অনেক অধিক হেল্প করবে। যদি আপনি নির্ভুল ভাবে ল্যান্ডিং পেইজ ডিজাইন করতে পারেন। ল্যান্ডিং পেইজের সাহায্যে নানারকম পরীক্ষা নিরীক্ষা করা যায় ল্যান্ডিং পেইজ আপনাকে আপনার ওয়েবসাইটের অডিয়েন্স বুঝতে পর্যাপ্ত বেশি সহায়তা করবে। তার পাশাপাশি আপনার ক্যম্পেইন কেমন করে চালাচ্ছেন তা সম্মন্ধে সুন্দর আন্দাজ পাবেন। এই ল্যান্ডিং পেইজের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের নানারকম পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে পারবেন। যেমন কল্পনা করুন আপনি একটি পন্যের অ্যাড দিলেন, মার্কেটিং ও করলেন, এর কনভার্সন রেট দেখে বলে দেওয়ার জন্য পারবেন আপনার এই মার্কেটিং ক্যম্পেইনটি কতটুকু কার্যকরী হয়েছে। কত জন এই ল্যন্ডিং পেইজের মাধ্যমে আপনার মেইন ওয়েব ওয়েবসাইটে প্রবেশ করেছে। এই রকম আরো নানান ধরনের জরিপ চালিয়ে আপনার অডিয়েন্সের মস্তিস্কে প্রবেশ করার জন্য পারবেন সহজে। যা আপনাকে আপনার অডিয়েন্স বুঝতে আর ও পর্যাপ্ত বহু সহায়তা করবে। এছাড়া আপনি আপনার ওয়েব ওয়েবসাইটের ডিজাইনে কয়েকটি সংশোধন যদি করার জন্য চান, তখন ১টি ল্যান্ডিং পেইজ তৈরি করে অডিয়েন্সের ফিডব্যাক নিতে পারেন। এই সমস্ত বিচিত্র রকম কারসাজি করা যায় একটি ল্যান্ডিং পেজ প্রয়োগ করে। আপনার টার্গেটের দিকে কত মুছে যাচ্ছেন তা সহজে জানা যায় ধরুন আপনার ওয়েবসাইটের এই বছর কতগুলো পন্য পুরোনো থেকে চললো, এখন আপনি চাচ্ছেন ফ্ল্যাশ শক্তিস্তরের মাধ্যমে আপনার ঐ সমস্ত পন্য গুলোর বিক্রি বাড়িয়ে দিতে। এখন ল্যান্ডিং পেইজের কনভার্সন রেট দেখে আপনি বলে দেওয়ার জন্য পারবেন কতগুলো পন্য বিক্রি হয়েছে আর কত গুলো আরো পন্য বিক্রি হওয়া দরকার। এই প্রকারের ইনফরমেশন আপনি সহজে জানতে পারবেন এবং পরবর্তীতে এই তথ্যের আলোকে অ্যাকশন নিতে পারবেন, ফলে আপনার অডিয়েন্সকে আরো ভালো ভাবে স্টাডি করার জন্য পারবেন। যা আপনার ওয়েব সাইটের জন্য পরবর্তী করনীয় সম্মন্ধে চমৎকার আন্দাজ দিতে পারবে। ল্যান্ডিং পেইজের আরো নানারকম সুবিধা রয়েছে। এক একজন আধুনিক মার্কেটার এক এক লক্ষ্য নিয়ে এই ধরনের ল্যান্ডিং পেইজ সৃষ্টি করেন। প্রিয় পাঠক, আশা করি আজকের ডিটেইলস আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে, আমাদের সার্থকতা তখনি সম্ভব, যখন আমাদের তথ্য বা লেখা আপনাদের কাজে আসবে। আপনাদের সৎ উপদেশ আমাদের একান্তকাম্য, আমাদের নিকট আপনার কোনো প্রশ্ন বা উপদেশ থাকে তাহলে ইমেইলের সাহায্যে জানাতে পারেন। NEED A PRODUCT LANDING PAGE CONTACT NOW WITH A SPECIAL DISCOUNT CALL US 01739699935
View MoreIn Some U.S. Schools, 1 in 4 Kids Said They've Misused an ADHD Drug
View Moreঅনলাইনে বিক্রয় বৃদ্ধির ৪টি প্রধান ধাপ | বিক্রয় না হওয়ার মূল কারণ এবং সমাধানঃ অনেকেই অনলাইনে ব্যাবসা শুরু করতে চান, কেহ একটু-আধটু শুরু করেছেন, আবার কেহ ভালোভাবেই আদা-জল খেয়ে অনলাইন ব্যাবসায় নেমেছেন। কেহ শুধু বিজনেস ওয়েবসাইট দিয়ে, কেহ সিঙ্গেল ই-কমার্স শপ দিয়ে আবার কেহ মাল্টি-ভেন্ডর ই-কমার্স দিয়ে অনলাইন ব্যবসা শুরু করেছেন। এখন সমস্যা একটাই, ঠিকমত বিক্রয় হয় না, কারো ক্ষেত্রে মোটেও বিক্রয় হয় না এবং এটাও দেখা যায়, বিক্রয় হলেও মূলধন ফেরত আসে না। সব টাকা চলে যায় বিজ্ঞাপনে। আজকের এই পর্বে আমরা অনলাইনে সঠিক নিয়মে পণ্য বিক্রয়ের প্রধান ধাপসমূহ এবং বিক্রয় না হওয়ার মূল কারণ কি সেটা আলোচনা করব। অনলাইনে বিক্রয় বৃদ্ধির প্রধান ধাপ ৪টি: ১ম ধাপঃ পণ্য / সেবা নির্বাচন: ================== বর্তমান বাজারে যেই পণ্য / সেবার নির্দিষ্ট কিছু ক্রেতা আছে অথবা যেই পণ্য / সেবার মোটামুটি চাহিদা আছে এমন পণ্য / সেবা নির্বাচন করুন। কিছু পণ্য বিশেষ ঋতুর জন্য, কিছু পণ্য দৈনিক প্রয়োজন, কিছু পণ্য নির্দিষ্ট কিছু ব্যাক্তি যেমন বাচ্চাদের, একান্ত ভাবে ছেলেদের, শুধুমাত্র মেয়েদের অথবা বয়স্কদের জন্য প্রযোজ্য। সকল শ্রেণীর জন্য সম্ভব না হলে একটি শ্রেণীর জন্য নির্দিষ্ট কিছু পণ্য নির্বাচন করুন। ২য় ধাপঃ সঠিক মূল্য নির্ধারণ ================= বাজার মূল্য যাচাই করে মানুষের ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে পণ্যগুলোর প্রতিযোগিতামূলক বাজার মূল্য নির্ধারণ করুন। ক্রেতা আকৃষ্টের লক্ষ্যে প্রয়োজনে যতটুকু সম্ভব ছাড় দিয়ে মূল্য নির্ধারণ করুন। ফলে নতুন ক্রেতা সহজেই আকৃষ্ট হবে। ৩য় ধাপঃ অনলাইন শপ / শোরুম ==================== একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার সকল পণ্য / সেবাকে অনলাইনে সুন্দরভাবে প্রকাশ করুন। ওয়েবসাইট হলো অনলাইন শোরুম, যেখানে পণ্য / সেবাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। যে কেহ মোবাইল / ল্যাপটপ / কম্পিউটারের মাধ্যমে সহজেই যেন আপনার ওয়েবসাইট তথা অনলাইন শোরুমটি সুন্দরভাবে দেখতে পায়, সেটা নিশ্চিত করুন। ৪র্থ ধাপঃ ডিজিটাল মার্কেটিং ================ আপনার ওয়েবসাইট বা অনলাইন শোরুমটি তৈরী হয়ে থাকলে এখন সেটা হাওয়ায় ভাসছে। এই মুহূর্তে আপনার এই সুন্দর ওয়েবসাইট অথবা অনলাইন শোরুমটি কেহই দেখতে পাবে না এবং কেহ জানতেও পারবে না যে, আপনার একটি ওয়েবসাইট / অনলাইন শোরুম আছে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর পণ্য / সেবা আছে। বিভিন্ন মার্কেটে আমরা যে শোরুমগুলো দেখতে পাই, তাহা ওই নির্দিষ্ট স্থানে স্থায়ী ভাবে থাকে। কোনো জায়গা বদল করে না। কাজেই, পণ্য ক্রয়ের জন্য সকল ক্রেতাকে গাড়িতে চড়ে, রিকশায় চড়ে কিংবা পায় হেঁটে স্বশরীরে মার্কেটে যেতে হয় এবং পায় হেঁটে ঘুরে ঘুরে সঠিক পণ্য খুঁজে বের করতে হয়। কিন্তু অনলাইন ব্যাবসার ক্ষত্রে বিষয়টি উল্টো। এখানে অনলাইন শোরুমগুলোকেই হওয়ায় ভেসে ভেসে ক্রেতার নিকট যেতে হয় অথবা ক্রেতার নিকট প্রতিনিয়ত পাঠাতে হয়। মজার বিষয় হলো, আপনি যতজন ক্রেতার নিকট আপনার অনলাইন শোরুমটি পাঠাবেন, ঠিক ততজন ক্রেতাই তার মোবাইল / ল্যাপটপ / কম্পিউটারের মাধ্যমে আপনার ওয়েবসাইট /অনলাইন শোরুমটি দেখতে পায়। অন্য কেহ দেখতে পায় না। একবার আপনার ওয়েবসাইট / অনলাইন শোরুমে ঢুকে যদি কোনো ক্রেতা সন্তুষ্ট হয়, তাহলে সে আপনার ওয়েবসাইট বা অনলাইন শোরুমে যাওয়ার জন্য ঘরে বসেই তার মোবাইলের মাধ্যমে, ল্যাপট / কম্পিউটারের মাধ্যমে আপনার ওয়েবসাইট / শোরুমে নিয়মিত প্রবেশ করে এবং আরাম চেয়ারে বসেই আপনার সকল পণ্য এবং সেবা সম্পর্কে জানতে পারে। ফলে, তাকে আর গাড়ি ভাড়া করে কিংবা পায় হেঁটে পণ্য কেনার জন্য শোরুমে যেতে হয় না। কাজেই, আপনার এই ওয়েবসাইট / অনলাইন শোরুমকে যদি আপনার ক্রেতার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে পাঠাতে চান অথবা জানাতে চান যে আপনার অনলাইন শোরুমে অনেক সুন্দর সুন্দর পণ্য আছে, তাহলে সঠিকভাবে নিয়মিত ডিজিটাল মার্কেটিং করতে হবে। এর কোনো বিকল্প নাই। এখন আপনি যদি নিয়মিত ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইনে বিজ্ঞাপন না করেন, তাহলে আপনার এই মূল্যবান ওয়েবসাইট / অনলাইন শোরুমের কোনোই দাম নাই। কারণ, এটা আপনা আপনি কোনো ব্যাক্তির মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে প্রবেশ করে না। ফলে কেহ দেখতেও পায় না। আর আপনার শোরুম দেখতে না পারলে ক্রেতা কিভাবে পণ্য ক্রয় করবে? আশা করছি অনলাইন ব্যবসা সম্পর্কে আপনি বেশ ভালো একটি ধারণা পেলেন। এখন উপরের এই ৪টি ধাপ সঠিকভাবে অনুসরণ করে আপনি খুব সহজেই অনলাইনে যেকোনো পণ্য / সেবা বিক্রয় করতে পারবেন। বিক্রয় না হওয়া মূল কারণ ================== প্রায় ৯৫% উদ্যোক্তাদের ক্ষেত্রে দেখা যায়, তারা অনেক অর্থ খরচ করে মোটামুটি ৩য় ধাপ পর্যন্ত কাজ শেষ করতে পারে। কিন্তু সমস্যা তৈরী হয় ৪র্থ ধাপে এসে। অধিকাংশ উদ্যোক্তাগণ ৩য় ধাপ শেষ করে তারা মনে করে থাকে ৪র্থ ধাপ শেষ করেছে। তাই তারা অনলাইন বিজনেস-এ ৩য় ধাপ তথা একটি ওয়েবসাইট তৈরী করেই বিক্রয়ের আসায় বছরের পর বছর অপেক্ষা করে। আবার যারা একটু ৪র্থ ধাপ সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদেরকে দেখা যায়, ৪র্থ ধাপ শেষ করতে গিয়ে মূলধনের প্রায় সকল অর্থ হারিয়ে ফেলেন। ফলে কিছু পণ্য বিক্রয় করতে পারলেও ৪র্থ ধাপের খরচের মূলধন ফেরত আসে না। অনলাইন ব্যাবসার নির্মম বাস্তবতা: ==================== যেভাবেই ভাবুন, আসল নির্মম বাস্তবতা হলো একজন ক্ষুদ্ৰ এবং মাঝারি উদ্যোক্তার পক্ষে অনলাইনে পণ্য বিক্রয়ের জন্য যে ৪টি ধাপ বর্ণনা করা হয়েছে, তাহা পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করা সম্ভব না। => ৯০% উদ্যোগক্তাদের পক্ষে ১ম এবং ২য় ধাপ পর্যন্তই সঠিকভাবে করা সম্ভব। অর্থাৎ, পণ্য উৎপাদন, আমদানি, রপ্তানি, সরবরাহ করা পর্যন্ত। এর বাহিরে তাদের পক্ষে যাওয়া বেশ কঠিন কাজ। => ৫% উদ্যোক্তাদের পক্ষে ৩য় ধাপ পর্যন্ত অর্থাৎ একটি সুন্দর ওয়েবসাইট বা অনলাইন শপ / অনলাইন শোরুম তৈরী করা সম্ভব। কিন্তু ৪র্থ ধাপের জন্য পর্যাপ্ত লোকবল এবং বাজেট থাকে না। টুক-টাক কিছুদিন বুস্টিং করতে পারে। => ১% উদ্যোক্তাই ৪র্থ ধাপ তথা ডিজিটাল মার্কেটিং এর সঠিক ব্যবহার করতে পারে। ফলে তারা একচেটিয়া ব্যাবসাও করতে পারে। সমাধান কি? ক্ষুদ্র / মাঝারি উদ্যোক্তাগণ কিভাবে অনলাইন ব্যবসা করবে? ======================================= ১ম ধাপঃ mhpmart-এ বিজনেস পেজ খোলা ========================== ক্ষুদ্র / মাঝারি উদ্যোক্তাগনের অনলাইনে ব্যবসা করার সহজ মাধ্যম হলো "সোর্সেস"-এ বিনামূল্যে একটি বিজনেস পেজ খোলা। এখানে মাত্র ৫ মিনিটে একটি ফ্রি বিজনেস পেজ খুলে নিজের মত করে সাজিয়ে পণ্যগুলো / সেবাসমূহকে চমৎকারভাবে উপস্থানপন করা যায়। ফলে, একজন ক্ষুদ্র / মাঝারি উদ্যোক্তার জন্য ৩য় ধাপটি সহজেই সম্পন্ন হয়ে যায়। ওয়েবসাইট না থাকলেও কোনো সমস্যা হয় না। ফ্রি বিজনেস পেজ খুলুন: https://mhpmart.com/shops/create ২য় ধাপঃ পেজটি সুন্দরভাবে সাজিয়ে নেয়া ========================= পণ্য / সেবা / ফটো / ভিডিও / প্রোফাইল / ফোন নম্বর / ঠিকানা / ওয়েবসাইট / ফেইসবুক লিংক / ইউটিউব লিংক ইত্যাদি দিয়ে আপনার বিজনেস পেজটি সুন্দর ভাবে সাজিয়ে নিলেই আপনার ৪র্থ ধাপ তথা ডিজিটাল মার্কেটিং এর কাজ প্রায় ৮০% শেষ। এর অর্থ হলো আপনি একটি ট্রেনে উঠেছেন, ট্রেনই আস্তে আস্তে আপনার গন্তব্যে নিয়ে যাবে। সামনে অগ্রসর হওয়ার জন্য আপনাকে আর সাইকেলে নিজে প্যাডেল মেরে মেরে এগোতে হবে না। অর্থাৎ আপনার এই বিজনেস পেজটি অটোমেটিক মার্কেটিং শুরু করে দিবে। আর আপনার অনলাইন ব্যাবসা দেশ/বিদেশে ছড়িয়ে যাবে। মানুষ সহজেই জানতে পারবে, আপনি কি পণ্য উৎপাদন করেন, আমদানি করেন, রপ্তানি করেন, সরবরাহ করেন এবং কি কি সেবা দিয়ে থাকেন। তারা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। উল্লেখ্য: "mhpmart"-এ বিজনেস পেজ খোলা সম্পূর্ণ ফ্রি এবং আপনার বিজনেস পেজ থেকে পণ্য / সেবা বিক্রয় হলে কোনো কমিশন দিতে হয় না। খুব কম খরচে সফলভাবে অনলাইন বিজনেস শুরু করার পূর্ণাঙ্গ সমাধান দিচ্ছি। বিজনেস কন্সাল্টেন্সির জন্য পরামর্শ সেবা নিয়ে শুরু করুন আপনার অনলাইন বিজনেস। আমরা আপনার বিজনেসের অবস্থা গভীরভাবে পর্যালোচনা করে - বর্তমান অবস্থা কি - আপনার নিকট কি কি পণ্য আছে - আপনার টার্গেট কাস্টমার শ্রেনী কি - কি সমস্যার জন্য এগোতে পারছেন না - কিভাবে সমাধান করা যায়, ইত্যাদি বিষয়ে বিস্তারিত এবং লিখিতভাবে যাবতীয় সমস্যার সহজ সমাধান এবং কাজের নির্দেশনা দিয়ে থাকি। যাহা অনুসরণ করে যেকোনো আইটি বিশেষজ্ঞের মাধ্যমে সমাধান করতে পারবেন।
View More৬৪ জেলা থেকে পাইকারি-পণ্য বিক্রয়ের জন্য মাত্র ৫ মিনিটে বিজনেস পেজ তৈরি করুন। প্রিয় পরিদর্শক, আপনার প্রতিষ্ঠান / আপনি যদি বিভিন্ন রকম পণ্য- - উৎপাদন করেন - আমদানি করেন - রপ্তানি করেন অথবা - পাইকারি বিক্রয় করেন, অথবা আপনার যদি সেবামূলক কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে মাত্র ৫ মিনিটে " mhpmart "-এ একটি বিজনেস পেজ খুলে আপনার পণ্য / সেবার প্রচার এবং বিক্রয় করতে পারবেন। mhpmart -এ পেজ থাকার বিশেষ সুবিধা সমূহঃ ============================ - ২৪ ঘন্টা বিজনেস অনলাইনে সচল থাকবে। - ৬৪ জেলায় পাইকারি বিক্রয় করতে পারবেন। - সোশ্যাল বুস্টিং-এ ৫০% পর্যন্ত সাশ্রয় হবে। - দৈনিক ডিজিটাল মার্কেটিংয়ের ঝামেলা দূর হবে। - মার্কেটিং না করলেও অটোমেটিক মার্কেটিং হবে। - প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নম্বর দিতে পারবেন। - আপনার ওয়েবসাইট সংযুক্ত করতে পারবেন। - আপনার ফেইসবুক পেজ সংযুক্ত করতে পারবেন। - সারা বিশ্বের সকল ক্রেতা আপনার প্রতিষ্ঠানকে সহজেই খুঁজে পাবে। এক কথায় "সোর্সেস" বিজনেস পেজটি আপনার ব্যাবসায়িক - প্রচার, - প্রসার ও - উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিঃ দ্রঃ এছাড়া আপনার ব্যাবসায়িক উন্নয়নে- " mhpmart "-এর সাথে সরাসরি / চুক্তিভিত্তিক - বিজনেস পার্টনারশিপ, অথবা - বিশ্বব্যাপী মার্কেটিং পার্টনারশিপ করার সুযোগ আছে। নিচের লিংকে বিজনেস পেজ খুলুন: ==================== https://mhpmart.com/shops/create
View Moreঅনলাইনে পাইকারি বিক্রয়ের জন্য বিজনেস পেজ খুলুন। https://mhpmart.com/shops/create সুবিধাসমূহ জানতে পুরো পোস্ট পড়ুন। প্রিয় উদ্যোক্তা, আপনি যদি বৈধ উপায়ে - পণ্য উৎপাদন করেন - পণ্য আমদানি করেন - পণ্য বিদেশে রপ্তানি করেন - পণ্য সরবরাহ করেন এবং - পণ্য পাইকারি বিক্রয় করেন, অথবা - আপনার যদি কোনো সেবা মূলক প্রতিষ্ঠান থাকে। তাহলে মাত্র ৫ মিনিটে "mhpmart "-এ একটি Shop পেজ খুলে আপনার পণ্য / সেবার প্রচার এবং বিক্রয় করতে পারবেন। mhpmart -এ পেজ থাকার বিশেষ সুবিধা সমূহঃ ========================== - ২৪ ঘন্টা বিজনেস অনলাইনে সচল থাকবে। - ৬৪ জেলায় পাইকারি বিক্রয় করতে পারবেন। - সোশ্যাল বুস্টিং-এ ৫০% পর্যন্ত সাশ্রয় হবে। - দৈনিক ডিজিটাল মার্কেটিংয়ের ঝামেলা দূর হবে। - মার্কেটিং না করলেও অটোমেটিক মার্কেটিং হবে। - প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নম্বর দিতে পারবেন। - আপনার ওয়েবসাইট সংযুক্ত করতে পারবেন। - আপনার ফেইসবুক পেজ সংযুক্ত করতে পারবেন। - সারা বিশ্বের সকল ক্রেতা আপনার প্রতিষ্ঠানকে সহজেই খুঁজে পাবে। এক কথায় "mhpmart " বিজনেস পেজটি আপনার ব্যাবসায়িক - প্রচার, - প্রসার ও - উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিঃ দ্রঃ ==== এছাড়া আপনার ব্যাবসায়িক উন্নয়নে- " mhpmart "-এর সাথে সরাসরি / চুক্তিভিত্তিক - বিজনেস পার্টনারশিপ, অথবা - মার্কেটিং পার্টনারশিপ করার সুযোগ আছে। এছাড়া, কম খরচে আপনার ব্যবসাকে অনলাইনে কার্যকরীভাবে প্রচার করতে আমাদের সাথে সরাসরিযোগাযোগ করুন। https://mhpmart.com
View Moremhpmart -এ কাজের সুবর্ণ সুযোগঃ " mhpmart " এর মার্কেটিং জন্য বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন এবং থানা পর্যায়ে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। কলেজ / বিশ্ববিদালয়ের শিক্ষার্থী / বেকার যুবক সকলেই নিজ-নিজ অবস্থান থেকে অংশগ্রহণের সুযোগ পাবে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে, পাইকারী ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ এবং আধুনিক বিজনেস কানেকটিং প্লাটফর্ম হল "mhpmart "। যাহা স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে দেশের প্রান্তিক পর্যায়ের সকল প্রকার ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য / সেবার প্রচারের জন্য কাজ করে যাচ্ছে। mhpmart -এ বর্তমানে প্রায় ১২০০ প্রতিষ্ঠান পাইকারি বিক্রয়ের জন্য নিবন্ধন করেছে এবং দৈনিক আরো প্রতিষ্ঠান সংযুক্ত হচ্ছে। যে সকল উদ্যোক্তাদের ওয়েবসাইটের প্ৰয়োজন আছে, কিন্তু অর্থনৈতিক কারণে অথবা ওয়েবসাইট বিষয়ে জ্ঞান না থাকার কারণে তৈরী করতে পারেন নি, এমন অনেক প্রতিষ্ঠান এখন mhpmart -এ পাইকারি বিক্রয়ের জন্য বিজনেস পেজ পণ্য বিক্রয় করছেন। এমত অবস্থায় ক্ষুদ্র/মাঝারি উদ্যোক্তাদের কাছে "mhpmart "-এর ব্যাপক চাহিদা থাকার কারণে বাংলাদেশের ৬৪ জেলার গ্রাম পর্যায়ের ডিজিটাল মার্কেটিং-এ সুবিধা বঞ্চিত, পিছিয়ে থাকা প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য / সেবার প্রচার ও প্রসারের জন্য থানা পর্যায়ে মার্কেটিং ম্যানেজার এবং ইউনিয়ন পর্যায়ে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হচ্ছে। এজেন্টদের মূল কাজ নিম্নরুপঃ ================== "mhpmart "-এর দিক-নির্দেশনা অনুযায়ী নিজ-নিজ গ্রাম / ইউনিয়ন পর্জায়ে থেকে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের খামার / কারখানা / প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের সাথে সরাসরি কথা বলে "mhpmart "-এর সাথে পরিচয় করিয়ে দেয়া। "mhpmart " ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাবসায়িক উন্নয়নের জন্য যে সেবাগুলো প্রদান করছে, তাহা বিস্তারিত জানানো। উদ্যোক্তাদের মধ্যে যারা নিবন্ধনের জন্য উপযুক্ত এবং আগ্রহী, তাদেরকে "mhpmart "-এ ফ্রি একাউন্ট খুলে দেওয়া, ইত্যাদি। শর্ত সমূহঃ ====== প্রাথমিকভাবে ৬ মাস থেকে ১২ মাসের জন্য চুক্তি ভিত্তিক মাসিক নির্দিষ্ঠ কিছু কাজের জন্য নিয়োগ দেওয়া হবে। পরবর্তী কার্যক্রোম স্থান এবং চাহিদা বিবেচনা করিয়া মার্কেটিং এর কাজ চালিয়ে যাওয়া বা স্থগিত রাখা হবে। এজেন্টদের যে বিষয়গুলো থাকতে হবে: ======================== - সর্ব নিম্ম এস এস সি / দাখিল পাস - ছেলে / মেয়ে উভয়ে সুযোগ পাবে - একটি এন্ড্রয়েড সেট (ভালো ছবি তোলা যায়) - একটি বাই সাইকেল (যাতায়াতের জন্য) - ল্যাপটপ / কম্পিউটার থাকলে ভালো নিচের লিংকে আবেদন করুন: https://jobs.mhpmart.com./register
View Moreফ্রি নিবন্ধন চলছে! ক্ষুদ্র-মাঝারী-নতুন উদ্যোক্তাদের জন্য দারুন সুযোগ! এখন অনলাইনে ব্যবসা আরও সহজ। কারণ, ব্যাক্তিগত ওয়েবসাইট এবং ব্যায়বহুল ডিজিটাল মার্কেটিং ছাড়াই চলবে অনলাইনে ব্যবসা। - মাত্র ৫ মিনিটে বিজনেস পেজ খুলুন। - আর ২৪ ঘন্টায় সাজিয়ে নিন বিজনেস পেজ। ব্যাস,চালু হয়ে গেলো আপনার অনলাইনে ব্যবসা। mhpmart-এ ২টি সুবিধাঃ ============= অনলাইনে ব্যবসা চালু রাখার জন্য, অথবা অনলাইনে নতুন ব্যবসা শুরু করার জন্য:- ১. ব্যাক্তিগত ওয়েবসাইট এর প্রয়োজন হয় না ২. নিয়মিত ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হয় না ফলে, বিজ্ঞাপন ব্যায় প্রায় ৮০% পর্যন্ত কমে যায়। কারণ, "mhpmart " নিজেই আপনার প্রতিষ্ঠানের প্রচার / প্রসারের জন্য সকল প্রকার মার্কেটিং করে দিচ্ছে। তাই এক্ষনি রেজিস্ট্রেশন করুন: https://mhpmart.com/shops/create যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফ্রি নিবন্ধন-এর সুযোগ। আপনার ব্যাবসায়িক উন্নয়নে- "mhpmart "-এর সাথে সরাসরি / চুক্তিভিত্তিক - বিজনেস পার্টনারশিপ, অথবা - মার্কেটিং পার্টনারশিপ করার সুযোগ আছে। এছাড়া, কম খরচে আপনার ব্যবসাকে অনলাইনে কার্যকরীভাবে প্রচার করতে আমাদের সাথে সরাসরিযোগাযোগ করুন।
View More